বেসরকারি খাতের ইংরেজি পরীক্ষার ফলাফল ব্যবহার চালু বিলম্বিত করেছে জাপানের শিক্ষা মন্ত্রণালয়

জাপানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থার অংশ হিসেবে আগামী এপ্রিল মাস থেকে বেসরকারি খাতের ইংরেজি পরীক্ষার ফলাফল ব্যবহার চালু স্থগিত করেছে।

শিক্ষা মন্ত্রী কোইচি হাগিউদা শুক্রবার সাংবাদিকদের বলেন, এই সিদ্ধান্ত এজন্য নেয়া হয় যে, এই পরিকল্পিত ব্যবস্থার অধীনে পরীক্ষার্থীদের অর্থনৈতিক পরিস্থিতি এবং বসবাসের স্থানের দিক দিয়ে তাদেরকে যথাযথ সুযোগ হয়তো প্রদান করা সম্ভব হত না।

হাগিউদা পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট বাণিজ্য প্রতিষ্ঠানের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, মন্ত্রণালয় এই ব্যবস্থার সমস্যাগুলো পরীক্ষা করে দেখার জন্য এক বছর সময় নেবে এবং ২০২৪ অর্থবছর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বেসরকারিভাবে পরিচালিত ইংরেজি পরীক্ষার ফলাফল ব্যবহার চালু করবে।

অনেক বিশ্ববিদ্যালয় এই বলে উদ্বেগ প্রকাশ করে, বেসরকারিভাবে পরিচালিত ইংরেজি পরীক্ষাগুলো কতটা কঠিন তার পর্যায়ে বিভিন্নতা থাকবে, তাই আবেদনপত্র বাছাইয়ের সময়ে এইসব ফলাফল ব্যবহার করাটা কঠিন হয়ে পড়বে।

হাইস্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকগণও এই পরীক্ষার ফি এবং পরীক্ষার হলে যাওয়ার ব্যয় নিয়েও আপত্তি জানান।