চীনের জাপানি নাগরিক আটকের প্রতিবাদ করছেন শিক্ষাবিদরা
জাপানের একদল শিক্ষাবিদ তাঁদের একজন সহকর্মীকে সম্প্রতি চীনের আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ৪০এর ঘরে বয়সের সেই পুরুষকে গত মাসে তিনি বেইজিং সফর করার সময় আটক করা হয়।
হোক্কাইদো বিশ্ববিদ্যালয়ের সেই অধ্যাপক হলেন চীনা ইতিহাসের একজন বিশেষজ্ঞ এবং চীনের সমাজ বিজ্ঞান একাডেমী তাঁকে সেই দেশে আমন্ত্রণ জানিয়েছিল।
ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সাতোশি আমাকো এবং হোসেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাহারু হিশিদা অন্তর্ভুক্ত থাকা সেই দলটি গতকাল একটি বিবৃতি প্রচার করেছে। বিবৃতিতে আটকের ঘটনাকে বর্ণনাতীত আঘাত হিসেবে উল্লেখ করা হয়।
চীনে ভ্রমণ বাতিল করার খবর ইতিমধ্যে শিক্ষাবিদদের মধ্যে ছড়িয়ে পড়তে থাকার উল্লেখ করে বিবৃতিতে সতর্ক করে দেয়া হয়েছে যে এই পরিস্থিতি শিক্ষা ক্ষেত্রের বিনিময়কে ক্ষতিগ্রস্ত করতে পারে।
কী কারণে আটক করা হয়েছে তার বিস্তারিত প্রকাশের আহ্বান এতে চীনা কর্তৃপক্ষের প্রতি জানানো হয়।
এখন পর্যন্ত কেবল যেটুকু জানা গেছে তা হল, সেই ব্যক্তি চীনের আইন লঙ্ঘন করেছেন। তবে সুনির্দিষ্ট কোনরকম অভিযোগ সম্পর্কে কিছুই বলা হয় নি।
গত পাঁচ বছরে চীনে ১৩জন জাপানি নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে নয়জনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে মামলা দায়ের করা হয়।