জাপানের প্রথম জাতিসংঘ হাই কমিশনার সাদাকো ওগাতা’র পরলোকগমন
জাপানের প্রথম জাতিসংঘ শরণার্থী হাই কমিশনার সাদাকো ওগাতা ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
১৯৭৬ সালে জাতিসংঘে জাপানের স্থায়ী মিশনে ওগাতা প্রথম জাপানি নারী মিনিস্টার হিসেবে যোগদান করেন।
প্রথম জাপানি জাতিসংঘ শরণার্থী হাই কমিশনার হিসেবে তিনি ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। ঝঞ্জা-বিক্ষুব্ধ সেই কালে যুগোস্লাভিয়া এবং সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল যা সেসময় আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটায়। এছাড়া, রুয়ান্ডার গণহত্যাও সেসময় ঘটেছিল। এক্ষেত্রে, ওগাতার অবস্থান ছিল বিপুল পরিমাণ শরণার্থীর নিজেদের বাড়ি থেকে বিতাড়িত হওয়ার দুর্দশা প্রত্যক্ষভাবে অবলোকনের জন্য নিজে সেখানে গমন করা।
১৯৯০ সালে যখন তুরস্কে অনেক কুর্দিকেই প্রবেশে বাধা দেয়া হয়, তখন তিনি জাতিসংঘ শরণার্থী এজেন্সি’তে সংঘাতের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদেরও সমর্থন করার মত নতুন একটি নীতি চালু করেন।
এছাড়া, ওগাতা ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত জাইকা নামে পরিচিত জাপান আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।