জাপানের চিবা জেলায় উদ্ধার ও পুনঃ নির্মাণ কাজ অব্যাহত আছে
প্রচণ্ড বর্ষণ থেকে বন্যা ও কাদার ধ্বস নামার কারণে টোকিওর পূর্ব দিকে অবস্থিত চিবা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাপানে বৃষ্টিপাতের ফলে যে দশজনের মৃত্যু নিশ্চিত করা হয়, এদের মধ্যে নয়জন হচ্ছেন সেই জেলার। উদ্ধার ও পুনঃ নির্মাণ প্রচেষ্টা অব্যাহত আছে।
নিম্ন চাপ থেকে শুরু হওয়া প্রচণ্ড বৃষ্টি গত শুক্রবার জেলার উপর আঘাত হানে। কোন কোন এলাকায় ১২-ঘণ্টা সময়ের মধ্যে পুরো অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের চাইতে বেশি বৃষ্টি হয়েছে।
জেলার উনিশটি নদীর পানি উপচে পড়লে রাস্তাঘাট ও আবাসিক এলাকা প্লাবিত হয়। মুষল বর্ষণ একই সাথে ভূমিধ্বস শুরু করে দেয়।
বাড়িঘরের ক্ষয়ক্ষতির বিস্তৃতি সম্পর্কে এখনও পর্যন্ত পরিষ্কার ধারণা না পাওয়া গেলেও তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া, দুটি ভবন অর্ধেক বিধ্বস্ত হওয়া এবং একটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্কে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
৬২টি বাড়ি মেঝের চাইতে উচ্চতা পর্যন্ত তলিয়ে গেছে এবং ১৯৫টিতে পানি এসেছে মেঝের নিচ পর্যন্ত।
চিবা জেলার কর্মকর্তারা বলছেন আজ দুপুর একটা পর্যন্ত ৯১ ব্যক্তি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন।
জেলার বাসভবনগুলোতে পানি সরবরাহ ফিরে এসেছে।