জাপানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত

নিম্নচাপের ফলে সৃষ্ট প্রবল বৃষ্টিপাতে, পূর্ব ও উত্তর পূর্ব জাপানে বন্যা ও কাদাধ্বসের সৃষ্টি হয়েছে। এতে ১০ জন নিহত এবং এক ব্যক্তি নিখোঁজ হন।

চিবা এবং পার্শবর্তী ইবারাকি জেলার কয়েকটি এলাকায়, ১২ ঘণ্টা সময়ে ২শ মিলিমিটারের বেশী বৃষ্টিপাত হয়। এই পরিমাণ অক্টোবর পুরো মাসের গড়ের চেয়েও বেশী।

চিবা জেলার বেশ কয়েকটি নদী প্লাবিত হয়ে বিভিন্ন সড়ক এবং আবাসিক এলাকা ডুবে যায়। উদ্ধারকর্মীরা, বন্যার পানির জন্য কিছু এলাকায় পৌঁছানো দূর্গম হয়ে পড়েছে বলে জানান।

বিপুল সংখ্যক স্থানীয় অধিবাসী, নিজেদের বাড়ি থেকে কাদাপানি সরানোর দীর্ঘ এবং জটিল কাজ আরম্ভ করেছেন।