আজ জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠিত
আজ দুপুর ১টায় “সোকুইরেই-সেইদেন-নো-গি” নামক অনুষ্ঠানটি শুরু হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দ’সহ প্রায় ২ হাজার ব্যক্তির সম্মুখে “তাকামিকুরা” নামক সম্রাটের সিংহাসনের পর্দাসমূহ সরে গেলে একটি ঐতিহ্যবাহী পোশাকে সম্রাট নারুহিতো’কে দেখা যায়।
অন্যদিকে, একটি আনুষ্ঠানিক কিমোনো পরিহিত সম্রাজ্ঞী মাসাকো অবস্থান করছিলেন “মিচোদাই” নামক অপেক্ষাকৃত ছোট একটি স্থাপনায়।
প্রথায় পরিপূর্ণ একটি মুহূর্তে সম্রাট আনুষ্ঠানিকভাবে তার সিংহাসনে আরোহণের ঘোষণা দেন।
সম্রাট নারুহিতো বলেন, “আমি এই মর্মে অঙ্গীকার করছি যে আমি সংবিধান মেনে কাজ করার পাশাপাশি রাষ্ট্র ও জাপানের জনগণের ঐক্যের প্রতীক হিসেবে নিজের দায়িত্ব পালন করব। এছাড়া, সর্বদা জনগণের সুখ ও বিশ্ব শান্তি কামনার পাশাপাশি জনগণের জন্য চিন্তা এবং তাদের পাশে দাঁড়াব। আমি আন্তরিকভাবে প্রত্যাশা করি যে আমাদের দেশ জনগণের প্রজ্ঞা ও নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে আরও উন্নতি লাভ করবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের বন্ধুত্ব ও শান্তির পাশাপাশি মানবতার কল্যাণ ও সমৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবে।”
এরপর প্রধানমন্ত্রী শিনযো আবে জাপানের জনগণের পক্ষ থেকে একটি অভিনন্দনসূচক বার্তা পাঠ করেন।
সন্ধ্যায় সম্রাটের প্রাসাদে সম্রাটের সিংহাসনে আরোহণ উদযাপন উপলক্ষে ধারাবাহিক কয়েকটি রাজকীয় ভোজসভার প্রথমটি অনুষ্ঠিত হয়।
এছাড়া, আজ বিকেলে একটি মোটর শোভাযাত্রা আয়োজনের পরিকল্পনা থাকলেও চলতি মাসের পূর্বভাগে দেশজুড়ে আঘাত হানা তাইফুন হাগিবিসে নিহতদের কথা বিবেচনায় নিয়ে সরকার তিন সপ্তাহের জন্য সেটি স্থগিত করে।