তাইফুন হাগিবিসের কারণে জাপানের কৃষি খাতে এপর্যন্ত ক্ষতির পরিমাণ ৫ হাজার ৭শ কোটি ইয়েন

জাপান সরকার বলছে, তাইফুন হাগিবিসের কারণে দেশের কৃষি, বনাঞ্চল এবং মৎস্য শিল্প খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ হাজার ৭শ কোটি ইয়েন বা প্রায় ৫২ কোটি ৭০ লক্ষ ডলারে পৌঁছেছে।

কৃষি, বন এবং মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মূলত, গতকাল দুপুর পর্যন্ত জাপানের ৩৫টি জেলা থেকে পাঠানো ক্ষয়ক্ষতির হিসেবের উপর ভিত্তি করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

গুদাম এবং নালার মত কৃষি স্থাপনাগুলোর ক্ষতি হয়েছে প্রায় ২২ কোটি ৪০ লক্ষ ডলার। এছাড়া, চাল, আপেল এবং অন্যান্য কৃষিজাত পণ্যের ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি ৭০ লক্ষ ডলার।

ভূমিধ্বসে ধ্বংস হওয়া বনের রাস্তা সংশ্লিষ্ট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ৫০ লক্ষ ডলার।

তবে, তাইফুনের কারণে নদীর প্লাবনে ক্ষতিগ্রস্ত হওয়া কিছু জেলার হিসাব এখনও জানা যায়নি।

মন্ত্রণালয় বলছে, চিকুমা নদীর পানি দু’তীর উপচে প্রবাহিত হয়ে প্লাবিত হওয়ায় নাগানোতে তাইফুনের কারণে আপেল বাগান এবং ধান ক্ষেতের ক্ষতি হয়েছে।

এছাড়া, ইবারাকি জেলায় নাকা নদীর অদূরে থাকা ধানক্ষেতগুলোও বড় ধরণের ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে, হাগিবিসের প্রভাবে ফুকুশিমা জেলায় আবুকুমা নদীর দু’কুল উপচে পড়ার আগে এর আশেপাশের জমির প্রায় অর্ধেকের মত ফসল সংগ্রহ করতে পেরেছে স্থানীয় ধান চাষিরা।

সেকারণে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।