বাড়ী পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বনের বিষয়াদি
টাইফুন হাগিবিসের বয়ে নিয়ে আসা প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর পানি প্লাবিত হয়ে সমগ্র জাপানের বিপুল সংখ্যক বাড়িঘর পানিতে প্লাবিত হয়ে গেছে। আজকের প্রতিবেদনে আমরা, বাড়ির পানি সরাতে এবং বাড়িঘর পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বনের বিষয়াদির উপর আলোকপাত করব।
প্রথমত, সুরক্ষামুলক পোশাক পরিধানের বিষয়ে সতর্ক থাকতে হবে। এসময় বাতাসে বিভিন্ন ধরণের জীবাণু থাকার সম্ভাবনা থাকায় জীবাণুগুলোকে মাথার চুল থেকে দূরে রাখতে মাথায় একটি টুপি দেয়া উচিত হবে। চোখের সুরক্ষার জন্য রোদ চশমা বা সাধারণ চশমা প্রয়োজনীয়। মুখোশ দিয়ে নিজের মুখ ঢেকে রাখতে হবে। দেহের ত্বকের কোনও অংশই যাতে বাইরে না থাকে সেজন্য, লম্বা হাতার জামা, ফুল প্যান্ট, রাবারের গ্লাভসের নীচে কাজ করার সময় ব্যবহৃত হাতমোজা এবং বুট পরিধান করতে হবে। কাদার মধ্যে বিষাক্ত পানি, কৃষি কাজে ব্যবহৃত রাসায়নিক উপাদান বা তেল মিশ্রিত থাকার সম্ভাবনায় থাকায় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে।
পরিষ্কারের কাজ করার সময় প্রথমে কোদাল দিয়ে কাদা সরিয়ে পানি দিয়ে সব ধুয়ে ফেলতে হবে। এরপর, পানি পুরোপুরি শুকানোর পর জীবাণুমুক্ত করণের কাজ করতে হবে।
বেনযাল্কোনিয়াম ক্লোরাইড নামে অভিহিত একটি রাসায়নিক পদার্থ বাড়ির আসবাবপত্র এবং মেঝেতে ব্যবহার করা যেতে পারে। প্রথমে নির্দেশনা অনুযায়ী রাসায়নিকটিকে পানিতে মিশিয়ে পাতলা করে এক টুকরো কাপড় ভিজিয়ে সবকিছু মুছে ফেলুন। খাবারের টেবিলের সরঞ্জামাদির মত জিনিষপত্রে সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার করা যেতে পারে। খাবারের টেবিলের সরঞ্জামাদি উক্ত রাসায়নিকের দ্রবণে ডুবিয়ে রাখার পর ধুয়ে ফেলুন।
উভয় ধরণের রাসায়নিকগুলো যেকোনো হার্ডওয়ার বা ড্রাগ স্টোরে কিনতে পাওয়া যায়। এগুলো খুব শক্তিশালী রাসায়নিক হওয়ায় এগুলো ব্যবহারের সময় অবশ্যই মুখোশ, চশমা এবং রাবারের গ্লাভস ব্যবহার করতে হবে।