জাপান চাঁদের কক্ষপথের মহাশূন্য কেন্দ্র প্রকল্পে অংশগ্রহণ করবে

জাপানে জানিয়েছে যে, তারা চাঁদের চারিদিকের এক কক্ষপথে একটি মহাশূন্য স্টেশন স্থাপনের যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এক প্রকল্পে অংশ নেবে।

সরকার শুক্রবার জাতীয় মহাশূন্য নীতিমালা সংক্রান্ত কৌশলগত সদরদপ্তরে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। বৈঠকে প্রধানমন্ত্রী শিনযো আবে এবং মন্ত্রিপরিষদের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

তারা একমত হন যে, জাপানের এই অংশগ্রহণ মহাশূন্যের শান্তিপূর্ণ ব্যবহার এবং প্রযুক্তির মাধ্যমে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে সম্প্রসারিত করে জাপান-যুক্তরাষ্ট্র সহযোগিতায় অবদান রাখবে।