জাপানে শিশু আত্মহত্যার হার ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ
জাপানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এ বছর মার্চ মাস পর্যন্ত ৩শো ৩২ জন স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। ১৯৮৮ সালে এ সংক্রান্ত রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এই সংখ্যাটি হচ্ছে সর্বোচ্চ।
মন্ত্রণালয় সারা জাপানের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে জরিপ চালায়। আত্মহত্যার সংখ্যা পূর্ববর্তী বছরের চেয়ে ৮২টি বৃদ্ধি পেয়েছে।
আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে ২শো ২৭ জন হচ্ছে উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী, ১শো জন নিম্ন মাধ্যমিকের এবং ৫টি শিশু প্রাথমিক স্কুলের শিক্ষার্থী।
জাপানে মার্চ মাস পর্যন্ত আত্মহত্যার মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০ হাজারে। এটি রেকর্ড সংখ্যার চেয়ে ৪০ শতাংশ কম এবং শিশু আত্মহত্যার সংখ্যা বৃদ্ধির বিপরীত।
জরিপের ফলাফল অনুযায়ী ১শো ৯৪টি শিশুর আত্মহত্যা বা মোট সংখ্যার প্রায় ৬০ শতাংশের ক্ষেত্রে আত্মহত্যার কারণ জানা যায়নি।