হাগিবিসের পরের করণীয় ও নিষেধাজ্ঞা
সামুদ্রিক ঝড় তাইফুন হাগিবিসের নিয়ে আসা মুষল বর্ষণ জাপানের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চল জুড়ে নদীগুলোতে যথেষ্ট সংখ্যক বাড়িঘর তলিয়ে দেয়ার মত বন্যা নিয়ে আসার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের নতুন ধারাবাহিক “হাগিবিসের পরের করণীয় ও নিষেধাজ্ঞা”য় বন্যার পানি নিয়ে কি করতে নেই সেই তথ্য আমরা আপনাদের সাথে ভাগাভাগি করে নেব।
শুরুতে এবং সর্বাগ্রে বলতে হয় বাড়ির চারপাশে জমা হওয়া বন্যার পানির উপর দিয়ে কখনও হেঁটে যাবেন না। কেননা কর্দমাক্ত পানিতে চোখের আড়ালে থেকে যাওয়া ঢাকনা নেই সেরকম কোন ম্যানহোল, নালা, উঁচু নিচু ফসলের মাঠ কিংবা অন্য কোন সম্ভাব্য বিপজ্জনক জায়গায় আপনার পা হয়তো পড়তে পারে কিংবা আপনি পড়ে যেতে পারেন। এছাড়া গাছ ও কাচের মত ভেসে আসা কোন বস্তুর আঘাত আপনার উপর এসে পড়তে পারে। এমন কি পয় নিষ্কাসনের পানি ম্যানহোলের ভেতরে আপনাকেও সেই সাথে শুষে নিতে পারে।
সবশেষে বলতে হয় খোলা ত্বক নিয়ে কাদা কিংবা বন্যার পানি কখনও স্পর্শ করবেন না। পয় নিষ্কাসনের ময়লা ও জীবাণু এতে থেকে যেতে পারে, যা কিনা নিউমোনিয়ার মত অসুখের কারণ হয়ে দেখা দিতে পারে এবং দেহের ক্ষতে পচন ধরাতে পারে।