হাগিবিসকে একটি “মারাত্মক দুর্যোগ” হিসেবে ঘোষণা দেয়ার পরিকল্পনা করছেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বলেছেন, দুর্গত অঞ্চলগুলোর পুনর্গঠন কাজে রাষ্ট্রীয় ভর্তুকি বৃদ্ধির জন্য তার সরকার তাইফুন হাগিবিসকে একটি “মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ” হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা করছে।

আজ জাপানের সংসদের উচ্চ-কক্ষের বাজেট কমিটির একটি অধিবেশনে আবে বক্তব্য রাখেন। আইন-প্রণেতারা তাইফুনে নিহতদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন।

আবে বলেন, এছাড়া, তার সরকার ৩শ ১৫টি পৌরসভাকে “মারাত্মক দুর্যোগ” বিধির আওতায় আনার সম্ভাবনা যাচাই করে দেখছে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো কোনরকম আর্থিক উদ্বেগ ছাড়াই জরুরি মেরামত কাজ পরিচালনা করতে পারে।

প্রধানমন্ত্রী এটি স্বীকার করে নিয়েছেন যে লোকজনের নিত্যকার জীবন এবং অর্থনৈতিক কার্যক্রমে এই তাইফুন একটি দীর্ঘমেয়াদি প্রভাব রাখতে পারে।

তিনি বলেন, পানি এবং বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার প্রচেষ্টাকে একটি আন্ত:মন্ত্রণালয় দল সক্রিয়ভাবে সহায়তা দিয়ে যাবে।