তাইফুন হাগিবিসে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে
গত সপ্তাহান্তে তাইফুন হাগিবিস জাপান জুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার পর জরুরি উদ্ধার কর্মীরা এখনও পর্যন্ত অনেক নিখোঁজ লোকের অবস্থান নির্ধারণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কর্তৃপক্ষ বলছে, মৃতের সংখ্যা এখন ৭২ ছুঁয়েছে এবং ১৪ ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। প্রায় ২শ ২০ ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
তাইফুন শক্তিশালী হাওয়া এবং ভারী বৃষ্টিপাত বয়ে আনায় প্রায় ২শ নদীর পানি কূল ছাপিয়ে যায়। প্রায় ৫০টি নদী তীরের বাঁধ ভেঙ্গে যাওয়ায় বিস্তৃত এলাকা জুড়ে বন্যার সৃষ্টি হয়।
ভারী বৃষ্টিপাতের কারণে দেশজুড়ে প্রায় ১শ ৪০টি ভূমিধ্বসের ঘটনাও ঘটে।