জাপানে প্রায় ১ লাখ বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে

টাইফুন হাগিবিসের আঘাতে বৃহত্তর টোকিও এবং এর আশেপাশের এলাকাগুলোতে ১ লাখের বেশী বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

আজ সন্ধ্যা ৬টা নাগাদ পর্যন্ত, চিবা জেলার প্রায় ৭০ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। উল্লেখ্য, গতমাসের প্রথম নাগাদ টাইফুন ফাক্সাইয়ের আঘাতে জেলাটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

কানাগাওয়া জেলার প্রায় ১৫ হাজার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আবার টোকিওর পাশাপাশি ইবারাকি, শিযুওকা, তোচিগি, ইয়ামানাশি, গুন্মা এবং সাইতামা জেলার কিছু অংশেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

টাইফুনের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিশালী বাতাসের আঘাতে বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে গিয়ে থাকতে পারে। বিভিন্ন সাইনবোর্ড এবং গাছগুলো এসকল ঝুলে থাকা তারের সংস্পর্শে আসতে পারে।

টোকিও বিদ্যুৎ কোম্পানি, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকায় এইধরনের তারের কাছাকাছি যাওয়া বা স্পর্শ করা থেকে বিরত থাকতে লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছে।