জাপানে আটটি জেলার ৬ লক্ষ ১৯ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ
টাইফুন হাগিবিস জাপানে আঘাত হানার প্রেক্ষিতে দেশটির পূর্বাঞ্চলীয় ও কেন্দ্রাঞ্চলীয় আটটি জেলার কর্তৃপক্ষ এখন সেখানকার কয়েক লক্ষ লোককে অবিলম্বে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
শনিবার বিকাল পাঁচটা পর্যন্ত গুনমা, সাইতামা, চিবা, টোকিও, কানাগাওয়া, ইয়ামানাশি, শিযুওকা এবং মিয়ে জেলার ৬ লক্ষ ১৯ হাজার বাসিন্দাকে এই নির্দেশ দেয়া হয়েছে।
নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়ার অর্থ হল কর্তৃপক্ষ মনে করছে যে দুর্যোগ ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে এবং তারা লোকজনকে এই মুহূর্তে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।
কেন্দ্রাঞ্চল থেকে শুরু করে উত্তর-পূর্ব জাপানের ১৩টি জেলার প্রায় ৭৯ লক্ষ ৭০ হাজার লোকের প্রতি নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা জারী করা হয়েছে।
পাঁচ মাত্রার স্কেলে এই নির্দেশ এবং সতর্কতা উভয়ের মাত্রা হল চার।