জাপানে উৎপাদক মূল্য সূচকে অব্যাহত পতন

যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ জাপানে অনুভূত হওয়া অব্যাহত থাকা অবস্থায় এই বিরোধ অর্থনীতির মুখ্য সূচককে নিচের দিকে ঠেলে দিচ্ছে।

ব্যাংক অব জাপান বলছে সেপ্টেম্বর মাসে ব্যাংকের উৎপাদক মূল্য সূচক এক বছর আগের থেকে ১.১ শতাংশ হ্রাস পেয়েছে। এটা হচ্ছে টানা চার মাসের পতন।

লৌহ এবং অন্যান্য টুকরো ধাতুর বেলায় ২৭ শতাংশ এবং কয়লা জাতীয় পণ্যে ১২ শতাংশ হ্রাস পায়।

আরেকটি মুখ্য সূচকও নেতিবাচক ঘরে অবস্থান করে। কেবিনেট অফিস বলছে আগস্ট মাসে যন্ত্রপাতির ক্রয়-আদেশ আগের মাসের চাইতে ২.৪ শতাংশ কমে যায়।

বড় ধরণের উঠানামার প্রবণতা দেখা যাওয়া জাহাজ নির্মাণ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি খাতকে এই হিসাবের বাইরে রাখা হয়।

নির্মাণ খাতে যন্ত্রপাতি এবং তথ্য সেবা খাতে কম্পিউটারের জন্য আদেশ কমে যাওয়ায় অনুৎপাদনী খাতের ক্রয় আদেশ হ্রাস পেয়েছে ৮ শতাংশ। উৎপাদনী খাতের ক্রয় আদেশ এক শতাংশ হ্রাস পায়।