তাইফুন হাগিবিস পূর্ব জাপানে ভূমিতে আঘাত হানতে পারে
সামুদ্রিক ঝড় তাইফুন হাগিবিস প্রচণ্ড বেগের দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাত নিয়ে এসে শনিবার পূর্ব জাপানে ভূমিতে আঘাত হানতে পারে।
জাপানের আবহাওয়া এজেন্সি আজ জানায় যে বিশাল ও প্রচণ্ড শক্তিশালী তাইফুন প্রশান্ত মহাসাগরে ওগাসাওয়ারা দ্বীপের কাছে অবস্থান করছিল এবং উত্তর দিকে সেটা সরে আসছে।
পূর্ব ও পশ্চিম জাপানের প্রশান্ত মহাসাগর উপকূলের অদূরে শুক্রবার ঝড়ের অবস্থা প্রত্যাশা করা হচ্ছে।
তাইফুনের গতিপথের উপর নির্ভর করে পূর্ব জাপানে শনিবার থেকে রোববার পর্যন্ত ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন তাইফুনের সাথে আসা আর্দ্র হাওয়া শুক্রবার বিকেল থেকে বায়ুমণ্ডলের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলবে।
শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ইযু দ্বীপমালায় ১২০ মিলিমিটার পর্যন্ত এবং কান্তো, তোকাই ও কানসাই অঞ্চলে ১০০ মিলিমিটারের মত বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়।