মার্কিন বিজ্ঞানীদের সাথে যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পেলেন জাপানি বিজ্ঞানী আকিরা ইয়োশিনো
জাপানি এক বিজ্ঞানী আকিরা ইয়োশিনো, দুই মার্কিন গবেষকের সাথে মিলে রসায়নে এই বছরের নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁদের কাজ, পুনরায় চার্জ দিতে সক্ষম লিথিয়াম আয়ন ব্যাটারি আবিষ্কারে অবদান রাখে। আধুনিক ইলেকট্রনিক্সের মূলে রয়েছে এই আবিষ্কার।
রয়াল সুইডিশ একাডেমি অব সাইন্স বুধবার এই ঘোষণা দিয়েছে। জাপানি বিজ্ঞানী আকিরা ইয়োশিনোর সাথে তারা যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী জন গুডএনাফ এবং স্টানলি হুইটিংহামের নাম ঘোষণা করে।
হালকা ওজনের, পুনরায় চার্জ করা সম্ভব শক্তিশালী ব্যাটারি এখন মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপ এবং ইলেকট্রিক গাড়ি সহ সব ধরনের পণ্যে ব্যবহার করা হয়।