আনন্দ মিছিলে সম্রাটকে বহনকারী গাড়ি সংবাদ মাধ্যমকে দেখানো হলো

চলতি মাসের শেষে সম্রাটের সিংহাসনে আরোহণকে উদ্‌যাপন করতে টোকিওতে অনুষ্ঠিতব্য আনন্দ মিছিলে সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোকে বহনকারী উপরিভাগ উন্মুক্ত গাড়ি দেখতে সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানানো হয়েছে।

গত মাসে টোকিওতে সম্রাটের প্রাসাদে সরবরাহ করা গাড়িটি টয়োটা মোটরের সেঞ্চুরি সেডানের উপর ভিত্তি করে তৈরি। এটি ৫ মিটারের বেশি লম্বা এবং প্রায় ২ মিটার চওড়া।

রিয়ার সিটগুলো সামনের চেয়ে ৪ সেন্টিমিটার উঁচু এবং এর পৃষ্ঠদেশ ২৫ ডিগ্রি কোণে হেলানো যাতে সম্রাট দম্পতিকে দর্শনার্থীরা ভালভাবে দেখতে সক্ষম হন। বাজারে প্রাপ্ত অন্য গাড়িগুলোর চাইতে বেশি উজ্জ্বল দেখাতে গাড়িটিকে অনেক স্তরে রঙ করা হয়েছে।

গাড়ির মূল অংশ মজবুত করতে মেঝে এবং অন্যান্য স্থানের শক্তি বৃদ্ধি করা হয়েছে।

গাড়িটি এখন চালক প্রশিক্ষণে ব্যবহৃত হচ্ছে। চলতি মাসের ২২ তারিখে আনন্দ মিছিলে প্রথমবারের মত প্রাসাদের বাইরে জনসাধারণের রাস্তায় গাড়িটি উন্মুক্ত করা হবে।