জাপানের সরকার বিদেশিদের জন্য কর্ম পরিবেশ উন্নত করবে
জাপানের অভিবাসন এজেন্সি জাপানে বিদেশি কর্মীর সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে চালু করা নতুন ধরণের একটি কর্ম-ভিসার প্রচারের জন্য আরও উদ্যোগ নেয়ার পরিকল্পনা করছে। গত ছয় মাসে মাত্র ৩শ ব্যক্তি এই ভিসা পেয়েছেন।
গত এপ্রিল মাসে ক্যাটেগরি-১ নামক এই ভিসা কার্যকর হয়। এটি কারিগরি দক্ষতা সম্পন্ন বিদেশীদের নার্সিং সেবা এবং নির্মাণ’সহ মোট ১৪টি খাতে কাজের অনুমোদন দেয়। সরকারের অনুমিত হিসাব অনুযায়ী চলতি অর্থবছর শেষ হওয়ার পূর্বে সর্বোচ্চ ৪৭ হাজার ব্যক্তি ক্যাটেগরি-১ ভিসায় আবেদন করবেন।
তবে, অভিবাসন পরিষেবা এজেন্সি বলছে যে গতমাসের ২০ তারিখ নাগাদ ২ হাজার ৬২ ব্যক্তি আবেদন করেন এবং তার মধ্যে মাত্র ৩শ জন ঐ ভিসা গ্রহণ করেছেন।
এজেন্সি বলছে, বিদেশি কর্মী গ্রহণের খাতের সংখ্যা আরও বাড়ানোর বিষয়টি বিবেচনার পরিকল্পনা তারা করছে।
আইনমন্ত্রী কাৎসুইউকি কাওয়াই বলেন, জাপানি সমাজের সদস্য হিসেবে বিদেশি কর্মীদের গ্রহণ করার দৃষ্টিকোণ থেকে তিনি কাজের পরিবেশ আরও উন্নত করতে চান যাতে ভবিষ্যতে আরও বেশি লোক জাপানে কাজ করার ইচ্ছা পোষণ করেন।