শক্তিশালী ঝড় মিতাগ সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে
আগামীকাল শক্তিশালী মৌসুমি ঝড় মিতাগ, জাপানের দক্ষিণাঞ্চলীয় জেলা ওকিনাওয়ার সাকিশিমা দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের আবহাওয়া সংস্থা, আজ সন্ধ্যা ৬টা অনুযায়ী মৌসুমি ঝড় মিতাগ ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে ফিলিপাইনের পূর্বে সমুদ্রের উপর দিয়ে উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে বলে জানায়।
এই শক্তিশালী মৌসুমি ঝড়ের অভ্যন্তরে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১শ ২৬ কিলোমিটার এবং ঝড়ো বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১শ ৮০ কিলোমিটার।
আগামীকাল সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার সময় মিতাগ শক্তি সঞ্চয় করার ফলে প্রবল বাতাস এবং উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্র উত্তাল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসময় ঘণ্টায় ১শ ৮ থেকে ২শ ১৬ কিলোমিটার গতিবেগের ঝড়ো বাতাসসহ ইয়ায়েইয়ামা দ্বীপপুঞ্জে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১শ ৪৪ কিলোমিটার, মিয়াকো দ্বীপে ঘণ্টায় ৯০ কিলোমিটার এবং ওকিনাওয়ার মূল দ্বীপে ঘণ্টায় ৬৪ কিলোমিটার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আগামীকাল, সাকিশিমা দ্বীপপুঞ্জের উপকূল বরাবর সমুদ্রের ঢেউয়ের উচ্চতা সর্বোচ্চ ১০ মিটার হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
ঝড়টির চারপাশে থাকা বৃষ্টির মেঘ, আগামীকাল সাকিশিমা দ্বীপপুঞ্জে ঘণ্টায় প্রায় ৮০ মিলিমিটার পরিমাণ তীব্র বর্ষণ বয়ে নিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঝড়টি আগামী বুধবার পশ্চিম জাপানের কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা, নিম্নাঞ্চলগুলোতে বন্যা, প্রবল বাতাস, উঁচু ঢেউ, নদী ফেঁপে ওঠা, বজ্রপাত এবং ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়ের বিষয়ে লোকজনদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন।