বিদেশীদের ভ্রমনের অনুমোদন দেবে সৌদি আরব

সৌদি আরব, বিদেশী পর্যটকদের জন্য দেশের দুয়ার খুলে দিয়ে প্রায় ৫০টি দেশ ও অঞ্চলের জন্য একটি নতুন ভিসা পরিকল্পনা আরম্ভ করতে যাচ্ছে। এখন ধর্ম ও পর্যটনের মধ্যকার ভারসাম্য বজায় রাখার উপায়ের উপর লোকজনের মনোযোগ নিবদ্ধ রয়েছে।

সৌদি আরব সরকার, গতকাল থেকে জাপান, যুক্তরাষ্ট্র এবং চীনসহ প্রায় ৫০টি দেশ ও অঞ্চলের জন্য ইন্টারনেটের মাধ্যমে ভিসার আবেদন গ্রহণ আরম্ভ করেছে। আবেদনের একই দিন ভিসা প্রদান করা হবে।

সৌদি আরবে, কঠোর ইসলামী বিধান অনুযায়ী প্রশাসন পরিচালিত হয়। দেশটি প্রধানত ব্যবসায়ী কর্মকাণ্ড ছাড়া অন্যান্য বিদেশী নাগরিকদের জন্য দেশটিতে ভ্রমণ সীমিত করে রেখে এসেছে।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মেদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার কর্মকাণ্ডের অংশ হিসেবে সরকার এই প্রথমবারের মত পর্যটকদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে।

তবে এখনও পবিত্র শহর মক্কায় অমুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা রয়েছে।

আবার বিদেশী নাগরিকদের মদ পানের উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকাসহ নারীদের স্থানীয় সামাজিক রীতিনীতি বিবেচনা করে পোশাক পরিধানের বাধ্যবাধকতা রয়েছে।

বর্তমানে সৌদি আরব সফরে থাকা অল নিপ্পন এয়ারওয়েজের কর্মকর্তা শিনইচি নাকামুরা, এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় বলে উল্লেখ করেন।

জাপানী বিমান কোম্পানিটি, এই মুহূর্তে ফ্লাইট পরিচালনা আরম্ভের কোন পরিকল্পনা না থাকলেও বাজারটির উপর ঘনিষ্ঠ নজর রেখে যাবে বলে জানায়।