জাপানে ২০ হাজার বিদেশি শিশু হয়তো শিক্ষা থেকে বঞ্চিত

জাপানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, এখানে বসবাসরত বেশি হলে ২০ হাজার বিদেশি শিশু স্কুলের শিক্ষা পাচ্ছে না বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয় ১ লক্ষ ২৪ হাজার ৪৯টি ৬ থেকে ১৪ বছর বয়সী বিদেশি শিশুকে শনাক্ত করে যারা মে মাসের হিসেব পর্যন্ত সারা দেশের বিভিন্ন মহানগর ও পৌরসভার বাসিন্দা হিসেবে নিবন্ধিত রয়েছে।

নিশ্চিত করা হয়, এদের মধ্যে, ১ হাজার জন কোন রকম প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র হাইস্কুল বা আন্তর্জাতিক স্কুলে যায়নি।

১৮ হাজার ৬৫৪টি শিশুর শিক্ষাগত অবস্থা অনিশ্চিত রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে, নগর কর্তৃপক্ষের কর্মকর্তারা ফোন করা বা বাড়ি পরিদর্শন বা অন্যান্য পদ্ধতি ব্যবহার করেও তাদের মর্যাদা নিশ্চিত করতে পারেননি। অন্য কিছু ক্ষেত্রে, নির্ধারিত সময়ের মধ্যে কর্মকর্তারা সমীক্ষা সমাপ্ত করতে ব্যর্থ হন।