জাপানের কিউশু দ্বীপে আঘাত হানতে যাচ্ছে মৌসুমি ঝড় তাপাহ

জাপানের আবহাওয়া কর্মকর্তারা বলছেন, মারাত্মক মৌসুমি ঝড় তাপাহ আজ দেশের দক্ষিণ-পশ্চিমের দ্বীপ কিউশুতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

জাপানের আবহাওয়া এজেন্সির অনুমিত হিসাব অনুযায়ী আজ সন্ধ্যা ৭টায় তাপাহ নাগাসাকি জেলার গোতো শহরের প্রায় ৮০ কিলোমিটার উত্তরে সমুদ্রে অবস্থান করছিল। ঝড়টি ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হচ্ছিল।

এজেন্সি বলছে, ঝড়টির কারণে ঘণ্টায় ১শ ৮ কিলোমিটার বেগে অব্যাহতভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি তা দমকা হাওয়ার আকারে ১শ ৬২ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

তাপাহ জাপান সাগরের দিকে অগ্রসর হবার পূর্বে উত্তর কিউশু এবং চুগোকু অঞ্চলে আঘাত হানবে বলে মনে করা হচ্ছে।

আগামীকাল থেকে ঝড়টি উত্তর জাপানে আঘাত হানা শুরু করতে পারে।

কিউশু এবং শিকোকু’র কিছু অঞ্চলে ইতিমধ্যেই ৪শ ৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা নাগাসাকি, কুমামোতো, মিয়ে এবং তোকুশিমা জেলার কিছু এলাকায় কাদা-ধ্বসের সতর্কতা জারি করেছেন।

আজ বেশ তীব্র ঝড়ো হাওয়া নিয়ে কিয়ুশু’সহ পশ্চিম জাপানের অন্যান্য এলাকায় তাপাহ’র আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এছাড়া, এর প্রভাবে পশ্চিম এবং উত্তর জাপানের আশেপাশের সাগরও উত্তাল থাকবে।

তাপাহ’র কারণে ভারী বর্ষণের পূর্বাভাষও ইতিমধ্যেই দেয়া হয়েছে। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় শিকোকু’তে ৩শ মিলিমিটার, তোকাই’য়ে ২শ মিলিমিটার এবং উত্তর কিউশু’তে ১শ ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

আবহাওয়া কর্মকর্তারা তীব্র ঝড়ো হাওয়া, উঁচু ঢেউ, কাদা-ধ্বস, ফুলে ওঠা নদীর পানি এবং বন্যার সতর্কতা জানিয়ে চলেছেন।