চিবাতে এখনও বহু বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন

তাইফুন ফাক্সাই আঘাত হানার পর দশ দিনেরও বেশি কেটে যাওয়া সত্ত্বেও এখনও টোকিওর পূর্ব দিকে অবস্থিত চিবা জেলায় প্রচুর সংখ্যক বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

টোকিও বিদ্যুৎ কম্পানি জানায় শুক্রবার সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত যা খবর তাতে চিবা জেলায় প্রায় ১২ হাজার ২শো বাড়িতে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপিত হয়নি।

জানা গেছে চিবাতে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক তার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কমপক্ষে আটটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এই জেলার দমকল বিভাগের কর্মকর্তারা জানান এসব অগ্নিকাণ্ডের মধ্যে দুটি ঘটেছে চিবা শহরে এবং একটি তাতেইয়ামা শহরে। পাঁচটি অগ্নিকাণ্ডের অবতারণা হয়েছে ইচিহারা শহরে।

বিদ্যুৎ পুনঃস্থাপিত হওয়ার পর ক্ষতিগ্রস্ত তারের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেখানে আগুন ধরে যাওয়ার ভীষণ আশংকা থেকে যাচ্ছে। বিশেষজ্ঞরা লোকজনকে বৈদ্যুতিক সরঞ্জামের প্লাগ খুলে রাখতে এবং ব্যবহারের আগে ভাল ক’রে পরীক্ষা করে দেখে নিতে পরামর্শ দিচ্ছেন।