মুদ্রা সহজীকরণ নীতি বহাল রাখছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক
জাপানের কেন্দ্রীয় ব্যাংক বর্তমান মুদ্রা সহজীকরণ নীতি বজায় রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে ব্যাংক অব জাপান বলছে বিশ্ব অর্থনীতি মন্থর হয়ে আসায় কেন্দ্রীয় ব্যাংকের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্য গতি হারিয়ে ফেলে কিনা সেদিকে তারা ঘনিষ্ঠ নজর রাখবে।
আজ দু’দিনের এক বৈঠকের শেষে ব্যাংক অব জাপানের কর্মকর্তারা এই ঘোষণা দেন।
কেন্দ্রীয় ব্যাংক একই গতিতে সরকারি বন্ড কেনা অব্যাহত রাখবে। ১০-বছর মেয়াদী মুখ্য বন্ডের সুদ শূন্য শতাংশের কাছে ধরে রাখার লক্ষ্য ব্যাংক নির্ধারণ করেছে।
স্বল্প মেয়াদী লক্ষ্যের বেলায় সুদের হার মাইনাস ০.১ শতাংশে বহাল থাকবে। এর অর্থ হল বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যাংক অব জাপানকে সুদ পরিশোধ অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় ইতিমধ্যে এদের মুদ্রা সহজীকরণ কর্মসূচী গতিশীল করে নিয়েছে। জাপানের কেন্দ্রীয় ব্যাংক দৃশ্যত এরকম সিদ্ধান্তে উপনীত হয় যে পরিস্থিতি এখনও পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয় করে তুলছে না।
জুলাই মাসে ব্যাংক অব জাপান ঘোষণা করেছিল যে প্রয়োজন দেখা দিলে ব্যাংক মুদ্রা নীতি আরও সহজ করে তুলতে ইচ্ছুক।