চিবা জেলায় বসবাসকারী অনেক মানুষ এখনও বিদ্যুৎবিহীন অবস্থায়

টাইফুন ফাক্সাই চিবা জেলায় আঘাত হানার এক সপ্তাহ পরেও কয়েক হাজার বাড়িঘরে পানি ও বিদ্যুৎ সংযোগ এখন পর্যন্ত পুনরায় চালু না হওয়ায় সেখানকার অনেক মানুষকে কঠিন সময় পার করতে হচ্ছে।

সেপ্টেম্বর মাসের ৮ ও ৯ তারিখ বৃহত্তর টোকিও এলাকার ওপর দিয়ে টাইফুনটি বয়ে যায়। চিবা জেলায় ৬ লাখ ৪০ হাজার পর্যন্ত বাড়িঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানি বলছে, ৮০ হাজারের কাছাকাছি পরিবার এখন পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। কোম্পানিটি আরও বলছে, প্রায় ২০টি পৌর অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত লেগে যাবে।

রবিবার পর্যন্ত প্রায় ১৭ হাজার বাড়িতে কলের পানি ছিল না।

কিছু কিছু এলাকায় সরকারি ঘোষণা ব্যবস্থা, ফোন এবং অনলাইন নেটওয়ার্ক এখনও অনুপস্থিত রয়েছে।