জাপানে নিজ শহরে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী উদ্‌যাপন করলেন প্রবীণদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের দিন

জাপানের একজন স্থানীয় গভর্ণর দেশটির প্রবীণ ব্যক্তিদের প্রতি বার্ষিক শ্রদ্ধা প্রদর্শনের দিনে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারীর সাথে সাক্ষাৎ করেছেন।

এই প্রবীণ নারী হচ্ছেন জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলের ফুকুওকা শহরের ১১৬ বছর বয়সী কানে তানাকা। তিনি মার্চে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নারী হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড সংস্থার স্বীকৃতি পেয়েছেন।

সোমবার ফুকুওকা জেলার গভর্ণর হিরোশি ওগাওয়া তানাকা’র বৃদ্ধ পরিচর্যা কেন্দ্রে যেয়ে তার সাথে সাক্ষাৎ করেন।

যখন গভর্ণর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তখন তানাকা তাকে “অনুগ্রহ করে দীর্ঘজীবী হন” বলে উৎসাহ দিয়ে উপস্থিত লোকজনের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেন।

১০০ বছরেরও বেশি বাঁচার জন্য যারা তাকে শক্তি দিয়েছেন তাদের ধন্যবাদ দিয়ে তানাকা বলেন তিনি তার শক্তি অন্যদের দিয়ে যেতে চান।