শিক্ষা খাতে সরকারী ব্যয়ে জাপানের অবস্থান সর্বনিম্নে
ওইসিডির পরিচালিত এক সমীক্ষায়, শিক্ষা খাতে জাপানের সরকারী ব্যয়ের পরিমাণ জিডিপির শতকরা হিসেবে জোটের সদস্য দেশগুলোর মধ্যে সর্বনিম্নে থাকার বিষয় প্রতীয়মান হয়েছে।
ওইসিডি, ২০১৬ সালে সংস্থার পরিচালিত এক সমীক্ষার ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে, শিক্ষা খাতে জাপানের জাতীয় এবং স্থানীয় সরকারগুলো দেশটির জিডিপির ২.৯ শতাংশ ব্যয় করে বলে উল্লেখ করা হয়।
এ সংখ্যা, ওইসিডির গড় ৪ শতাংশের চেয়ে অনেক কম। এটি, ৩৫টি সদস্য দেশের মধ্যে সর্বনিম্ন।
এদিকে, জাপানের পরিবারগুলো শিক্ষা খাতের ২২ শতাংশ ব্যয় বহন করে যা ওইসিডির সদস্য দেশগুলোর মধ্যে তুলনামূলক উচ্চ। আবার, উচ্চ শিক্ষার জন্য পরিবারগুলো ৫৩ শতাংশ ব্যয় বহন করে।
ওইসিডির শিক্ষা ও দক্ষতা বিষয়ক পরিচালক আন্দ্রেয়াস শুলাইহার, শিক্ষা খাতে ব্যয়ের অনুপাত কম হওয়া সত্ত্বেও জাপান ভাল করছে যাকে কার্যকর বিনিয়োগ হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে উল্লেখ করেন।
তবে তিনি, ব্যক্তিগত ব্যয়ের উপর নির্ভর করলে অপেক্ষাকৃত কম সুযোগ সুবিধা ভোগী লোকজন বাদ পড়তে পারে এবং ব্যবস্থাটি টেকসই হবে না বলে সতর্কতা উচ্চারণ করেন।