ড্রোন হামলার বিরুদ্ধে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি, গতকাল সৌদি আরবের তেল স্থাপনাগুলোর উপর চালানো ড্রোন হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।
মোতেগি আজ, এবিষয়ে একটি মন্তব্য প্রকাশ করেন।
তিনি, পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী, জাপানসহ বৈশ্বিক অর্থনীতির সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য মধ্যপ্রাচ্য থেকে স্থিতিশীল তেল সরবরাহ অপরিহার্য্য বলে উল্লেখ করেন।
তিনি, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় এবং জোরদার করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অত্র অঞ্চলের সঙ্গে অব্যাহত ভাবে জড়িত থাকতে জাপান সরকার অঙ্গীকারাবদ্ধ রয়েছে বলে উল্লেখ করেন।