কিশিওয়াদায় দানজিরি উৎসব আরম্ভ
পশ্চিম জাপানের ওসাকা জেলার কিশিওয়াদা শহরে, বিপুল সংখ্যক লোকজন সড়কের উপর দিয়ে ৪ টন ওজনের রথ টানা প্রতিযোগিতায় অংশ নেয়া পুরুষ দলগুলোকে উৎসাহিত করেছেন।
শরতকালে প্রচুর ফসলের আশায় ৩শ বছরের বেশী আগে কিশিওয়াদা দানজিরি উৎসবটি আরম্ভ হয়।
আজ দলগুলোর পুরুষ সদস্যরা ঐতিহ্যবাহী হাপ্পি কোট পরিধান করে প্রচণ্ড গতিতে সড়কের মোড়গুলো দিয়ে ৩৪টি রথ টেনে নিয়ে যান। এসময় রথের ৪ মিটার উঁচুতে অবস্থানকারী নির্দেশক চিৎকার করে দিক নির্দেশনা দেন।
বার্ষিক উৎসবটি আগামীকাল পর্যন্ত চলবে।