চিবা জেলায় ধীরে বিদ্যুৎ সরবরাহ ফিরে আসছে
সোমবার আঘাত হানা তাইফুনের চারদিন পর জাপানে কয়েক লক্ষ বাড়িঘরকে এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সমস্যায় ভুগতে হচ্ছে।
পরিষেবা কোম্পানি বলছে দ্রুত হলে শুক্রবারের আগে চিবা জেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নাও হতে পারে।
সোমবার ভোরে তাইফুন ফাক্সাই ভূমিতে আঘাত হানার সময় সেই অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ঝড় জেলার ৬ লক্ষ ৪০ হাজারের বেশি বাড়িঘরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল, এবং আজ দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ৩ লক্ষ ১০ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎ সংযোগ ফিরে আসার অপেক্ষায় ছিল।
একই সাথে পানি সরবরাহও বিঘ্নিত হয়। চলতি সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকায় এলাকাবাসীরা আত্মরক্ষা বাহিনীর পাঠানো পানির ট্যাংক থেকে পান করার পানি সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে থাকেন।
পানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আর কতদিন লাগবে তা পরিষ্কার নয়।