টাইফুন ‘লিংলিং’ এর ফলে জাপানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামী কাল পর্যন্ত টাইফুন লিংলিংএর ফলে পশ্চিম জাপানে প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে জাপানের আবহাওয়া এজেন্সি, সম্ভাব্য দুর্যোগের জন্য প্রস্তুতি নিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে।

এজেন্সি বলে যে, টাইফুনের দ্বারা সৃষ্ট অস্থিতিশীল আবহাওয়ার দরুন কিউশু, শিকোকু এবং নানসেই দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া এজেন্সি, সম্ভাব্য ভূমিধ্বস, বন্যা, নদী ফুলে ওঠা, বজ্রপাত এবং প্রচণ্ড বাতাসের বিরুদ্ধে সতর্ক থাকতে লোকজনদের পরামর্শ দিচ্ছে।