চলতি মাসের ১১ তারিখ মন্ত্রীসভায় রদবদল আনবেন জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এই তথ্য উন্মোচন করেছেন যে আগামী সপ্তাহের বুধবার তিনি মন্ত্রীসভার পাশাপাশি ক্ষমতাসীন দলের নির্বাহীদের মধ্যে রদবদল ঘটাতে চান।

আজ ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে আবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, সংসদের উচ্চ-কক্ষের নির্বাচনে জাপানি নাগরিকদের উচ্চ সমর্থন ও আস্থা প্রদর্শনের জবাবে তিনি স্থিতিশীলতা এবং চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে মন্ত্রীসভা পুনর্গঠন করবেন।

এনএইচকে জানতে পেরেছে যে, রাজনৈতিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতার উপর জোর দিয়ে আবে বর্তমানে উপ-প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রী হিসেবে দ্বৈত ভূমিকা রাখা তারো আসো এবং চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা’কে তাদের স্ব-পদে বহাল রাখার পরিকল্পনা করছেন।