জাপানে দুর্যোগ প্রতিরোধ দিবসে ভূমিকম্প মহড়ার আয়োজন

আজ জাতীয় দুর্যোগ প্রতিরোধ দিবসে জাপানের কর্তৃপক্ষ টোকিও মেট্রোপলিটন এলাকায় একটি মহা-ভূমিকম্প আঘাত হানা-পরবর্তী পরিস্থিতির জন্য একটি প্রস্তুতিমূলক মহড়ার আয়োজন করে।

উল্লেখ্য, প্রতি বছর সেপ্টেম্বর মাসের প্রথম দিন জাপান ১৯২৩ সালে টোকিও এবং এর আশেপাশে সংঘটিত প্রায় লক্ষাধিক মানুষ নিহত হওয়া কান্তো মহা-ভূমিকম্পকে স্মরণ করে থাকে।

সকাল ৭টার দিকে টোকিওর কেন্দ্রস্থলের ২৩টি ওয়ার্ডের মধ্যে এপিসেন্টার বা ভূকম্পন বিন্দু সীমাবদ্ধ থাকা এবং দক্ষিণ কান্তো অঞ্চলে ০ থেকে ৭ মাত্রার জাপানি ভূকম্পন পরিমাপকে ৬ বা ৭ মাত্রায় রেকর্ড হওয়া ৭.৩ মাত্রায় আঘাত হানা একটি ভূমিকম্পের দৃশ্য-কল্প বিবেচনায় চলতি বছরের মহড়াটি আয়োজিত হয়।

মহড়ার অংশ হিসেবে মন্ত্রী এবং কর্মকর্তারা প্রধানমন্ত্রীর দপ্তরে সমবেত হয়ে একটি জরুরি টাস্কফোর্স বৈঠকে অংশ নেন। তাদের ধ্বংসযজ্ঞের ব্যাপ্তি সম্পর্কে অবহিত করা হয় এবং তারা ঐ দুর্যোগে সরকারের সাড়া দেয়ার নানা দিক নিয়ে আলোচনা করেন।

এছাড়া, এসময় এ ধরণের একটি ভূমিকম্পে মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হবার আশংকা থাকা চিবা জেলার গভর্নরের সঙ্গেও একটি ভিডিও বৈঠকে অংশ নেন তারা। এসময় তাদেরকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় এবং ঠিক কি ধরণের সহায়তার প্রয়োজন হবে, সেটিও নিরূপণ করা হয়।

মন্ত্রীপরিষদের সদস্যরা অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা এবং দেশের রাজধানী হিসেবে টোকিওর কার্যক্রম বজায় রাখার মত মৌলিক নীতিসমূহ নিশ্চিত করে নেন।

এছাড়া, আজ পুরো জাপান জুড়ে অন্যান্য দুর্যোগ মহড়াও আয়োজিত হয়েছে।