থাইল্যান্ডে টয়োটার ব্যাটারির পুনপ্রক্রিয়াজাতকরণ
টয়োটা মোটর জানিয়েছে যে, এই কোম্পানি থাইল্যান্ডে মোটর গাড়ির ব্যাটারির পুন প্রক্রিয়াজাতকরণের একটি কারখানা খুলবে। জাপানের বাইরে এটি হবে কোম্পানিটির এধরণের কারখানা স্থাপনের প্রথম প্রয়াস।
গতকাল এই স্থাপনাটিকে, সংবাদ মাধ্যমের কাছে উন্মুক্ত করা হয়। এই কারখানায় এধরণের সক্ষমতা সম্পন্ন যন্ত্র আছে যা’ মাত্র কয়েক মিনিটের মধ্যেই ব্যাটারির ক্ষয়ের মাত্রা পরিমাপ করতে পারে।
কারখানার কর্মীরা, পুরানো যন্ত্রাংশ ব্যবহার করে নতুন ব্যাটারি সংযোজন করতে পারবেন। তারপর, এ সব ব্যাটারিকে গাড়ি, সৌর প্যানেল এবং অন্যান্য পণ্য তৈরির জন্য ব্যবহার করা হবে। যে সব ব্যাটারিকে সারানো যাবে না সে গুলোকে ভেঙ্গে করে ধাতব অংশগুলো বের করে নেওয়া হবে।
উল্লেখ্য টয়োটা, এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে এসেছে। এধরণের বহু দেশ, আরও কঠোর পরিবেশগত নিয়মাবলী প্রবর্তন করেছে। তারফলে, দেশগুলো হাইব্রিড এবং বৈদ্যুতিক যানের জন্য লাভজনক বাজারে পরিণত হয়েছে।
টয়োটা জানিয়েছে যে, সক্ষমতা বৃদ্ধির জন্য তারা অন্যান্য মোটর গাড়ি প্রস্তুতকারীদের ব্যাটারিও কাজে লাগাবে।