মিয়ানমারে ফিরে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনে সহায়তা করবে জাপানি দূত
মিয়ানমারে ফিরে আসা রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে সেদেশের সরকারের সাথে সহযোগিতা শুরু করেছে মিয়ানমারে অবস্থিত জাপানি দূতাবাস।
দু’বছর আগে রোহিঙ্গা জঙ্গিদের উপর একটি সামরিক দমনাভিযান চালানোর ফলে উদ্ভূত সহিংস সংঘাতের পর মিয়ানমারের সংখ্যালঘু ৭ লক্ষেরও অধিক রোহিঙ্গা অধিবাসী নিজেদের বাড়িঘর ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যায়।
মিয়ানমার এবং বাংলাদেশের সরকার শরণার্থীদের ফিরিয়ে নেয়ার জন্য একটি কর্মসূচি নিয়ে সম্মত হলেও এখনও পর্যন্ত কার্যকরভাবে সেটি শুরু করা যায়নি।
গত এপ্রিল মাস থেকে এপর্যন্ত আনুমানিকভাবে আড়াইশো’রও অধিক রোহিঙ্গা শরণার্থী যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে অনেকটা চুপিসারেই মিয়ানমার ফিরে গেছেন।
মিয়ানমার ফেরত ঐ সব রোহিঙ্গা অধিবাসীদের বর্তমান অবস্থা তদন্তে সহায়তা করার জন্য জাপানি দূতাবাসের কাছে অনুরোধ জানিয়েছে সেদেশের সরকার।
গতকাল দেশের উত্তরাংশের রাখাইন রাজ্যের একটি প্রশাসনিক কেন্দ্রে মিয়ানমারে নিযুক্ত জাপানি দূত ইচিরো মারুইয়ামা এবং অন্যান্য কর্মকর্তারা দেশে ফিরে আসা মোট ১২ জন রোহিঙ্গা অধিবাসীর সাক্ষাতকার গ্রহণ করেন।
ঐ ১২ ব্যক্তি বলেন, তারা তাদের বাড়িঘর হারিয়ে এখন আত্মীয়স্বজনের সাথে অবস্থান করছেন। তারা আরও বলেন যে কৃষিকাজ বা মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করার ইচ্ছা তাদের রয়েছে এবং সেক্ষেত্রে পুনরায় হামলার শিকার হওয়ার ভীতি থেকে মুক্ত হয়ে নিজেদের এই প্রত্যাশা পূরণে সহায়তার আহ্বান তারা জানান।
জাপানি দূত বলেন, এক্ষেত্রে, ঠিক কি ধরণের সহায়তার প্রয়োজন হবে, সেটি সনাক্ত করার পাশাপাশি দূতাবাস মিয়ানমার সরকারকে পরামর্শ দেয়া’সহ সংশ্লিষ্ট জাতিসংঘ এজেন্সিগুলোর সাথে প্রচেষ্টা সমন্বয় করে নিবে।