জাপানের প্রধানমন্ত্রী বৃটিশ প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সুশৃঙ্খল ব্রেক্সিটের আহ্বান জানিয়েছেন

জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে বিশ্ব অর্থনীতির উপর প্রভাব ন্যূনতম করার লক্ষ্যে একটি সুশৃঙ্খল ব্রেক্সিট নিশ্চিত করার চেষ্টা চালানোর জন্য বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

আবে এবং জনসন ফ্রান্সে অনুষ্ঠিত জি-সেভেন’এর শীর্ষ সম্মেলনের পাশাপাশি সোমবার বৈঠক করেন।

তাদের প্রথম শীর্ষ বৈঠকে, আবে জনসন’কে বলেন, তিনি আশা করছেন, বৃটেন তাদের অর্থনীতিতে বিনিয়োগ করতে আগ্রহী জাপানি কোম্পানিগুলোর কাছে আকর্ষণীয় অবস্থানে থাকবে।

জনসন প্রত্যুত্তরে বলেন, তার সরকার ইউরোপীয় ইউনিয়ন থেকে মসৃণভাবে বেরিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালাবে এবং জাপানি ব্যবসায়িক কোম্পানিগুলোর স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকারে রাখবে।