জাপানে ব্যাংক কর্মীর সংখ্যা হ্রাস

জাপানে, চলতি বছর ৩১শে মার্চ পর্যন্ত গত এক বছরে ব্যাংক কর্মীর সংখ্যা ৩ হাজার ৬২৯ জনের বেশী হ্রাস পেয়েছে। এটি হচ্ছে, ২০০৬ সালের পর থেকে সর্বোচ্চ হ্রাস।

একটি গবেষণা কোম্পানি অনুযায়ী, চলতি বছর মার্চের শেষে সমগ্র জাপানের ৮১টি ব্যাংকের মোট কর্মীর সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৭৮ জন ছিল। এগুলোর মধ্যে ৬২টি বা ৮০ শতাংশ ব্যাংক নিজেদের কর্মী সংখ্যা হ্রাস করেছে।

ডিজিটাল প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে ব্যাংকগুলো, দক্ষতার সঙ্গে কর্মকাণ্ড পরিচালনা এবং বিপুল পরিমাণ তথ্য উপাত্তের প্রক্রিয়া স্বয়ংক্রিয় ব্যবস্থায় রূপান্তরিত করে নিতে সক্ষম হচ্ছে।

ইন্টারনেট ব্যাংকিংএর এই যুগে, সরাসরি ব্যাংকে আসা গ্রাহকদের সংখ্যা হ্রাস পেয়ে চলায় ব্যাংকের বিভিন্ন শাখা পুনর্বিন্যাস করে নেয়া ব্যাংকের সংখ্যাও বৃদ্ধি পেয়ে চলেছে।

জাপানের একটি অনলাইন শেয়ার লেনদেনের মধ্যস্থতাকারী কোম্পানি মানেক্সের শীর্ষ বিশ্লেষক নানা ওৎসুকি, মুনাফা অর্জনের জন্য কর্মীর উপর নির্ভরশীল প্রচলিত ব্যবসার ধরণ পরিবর্তনমূলক যুগে প্রবেশ করছে বলে মন্তব্য করেন। তিনি, এই প্রবণতা সবেমাত্র আরম্ভ হয়েছে এবং এটি আরও তরান্বিত হতে পারে বলে উল্লেখ করেন।