এশিয়ার অন্যান্য দেশকে সাহায্য করবে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া

জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ঝুঁকি হ্রাসের মত ক্ষেত্রগুলোতে এশিয়ার অন্যান্য দেশের সাথে সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছেন।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং দক্ষিণ কোরিয়ার মন্ত্রী কাং গিওন-হোয়া গতকাল বেইজিংয়ে তাঁদের বৈঠকে ‘ত্রিপাক্ষিক প্লাস এক্স সহযোগিতা’ – এই নামের একটি দলিল প্রস্তুত করেছেন।

এশিয়া এবং এর বাইরে যৌথভাবে অভিন্ন টেকসই উন্নয়ন এগিয়ে নেয়ায় সাহায্য করতে দেশগুলোর ইচ্ছা দলিলে তুলে ধরা হয়।

এতে বলা হয়েছে, “এশিয়ায় প্রচুর সংখ্যক উন্নয়নশীল দেশের উপস্থিতি এবং মারাত্মক রকমের অসম ও অপর্যাপ্ত যে উন্নয়নের মুখোমুখি এশিয়াকে হতে হচ্ছে – সেসব বিষয় বিবেচনায় রেখে ত্রিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র ও মডেলের খোঁজ করা আবশ্যকীয়।”

দলিলে দৃষ্টান্ত হিসেবে টেকসই অর্থনীতি, প্রতিবেশ ও পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসকে সহযোগিতার বড় ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়। স্বাস্থ্য, দারিদ্র বিমোচন এবং নাগরিক পর্যায়ের বিনিময়ও তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

স্বেচ্ছা প্রণোদিত, সম-পর্যায়ের, মুক্ত, স্বচ্ছ এবং সকলের জন্য যে ফলাফল হবে লাভজনক – সেরকম সহযোগিতার জন্য সুনির্দিষ্ট মডেল ও প্রকল্প খুঁজে দেখার পরিকল্পনা তিনটি দেশ করছে।