টুইটার এবং ফেসবুক হংকং বিষয়ে কিছু একাউন্ট স্থগিত করে রেখেছে

মার্কিন সামাজিক মাধ্যম কোম্পানি, টুইটার এবং ফেসবুক জানিয়েছে যে, তারা হংকং’এর চলমান প্রতিবাদ-বিক্ষোভের বিরুদ্ধ মনোভাব প্রকাশ করা কিছু একাউন্ট স্থগিত করে রেখেছে। তারা জানাচ্ছে, তারা এইসব একাউন্টে চীনা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা নিশ্চিত করেছে।

টুইটার সোমবার জানায়, তারা ৯৩৬টি একাউন্ট স্থগিত করে রেখেছে যেগুলো চীনের মূল ভূখণ্ড থেকে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা এও জানায়, এইসব একাউন্টে এমন সব বিষয়বস্তু রয়েছে যা হংকং’এর প্রতিবাদ বিক্ষোভের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছে।

টুইটার জানায়, তাদের সমীক্ষায় এইসব একাউন্টে চীনা কর্তৃপক্ষের পদ্ধতিগতভাবে জড়িত থাকার বিষয়টি তারা দেখতে পায়।

ফেসবুকও সোমবার জানায়, তারা ৫টি একাউন্ট এবং ৭টি পেজ স্থগিত করে রাখে, এগুলোর মধ্যে কয়েকটিতে প্রতিবাদকারীদের সন্ত্রাসী বলে চিত্রিত করা হয়। তারা এও জানায়, এইসব পোস্ট ভুয়া একাউন্ট থেকে আপলোড করা হয়, যেগুলোকে সংবাদ মাধ্যম হিসেবে উপস্থাপন করা হয়েছে। ফেসবুক আরও জানায়, তারা সম্ভাব্য সংশ্লিষ্ট থাকা ব্যক্তিদের চীনা কর্তৃপক্ষের সাথে যোগসাজশের বিষয়টি উন্মোচন করেছে।