ক্রোসা ধাবিত হচ্ছে উত্তর জাপানের দিকে
গ্রীষ্মমন্ডলীয় ঝড় ক্রোসা বর্তমানে জাপানের উত্তরাঞ্চলের দিকে ধাবিত হওয়ায় শনিবার দেশের ঐ অংশে মুষলধারায় বৃষ্টিপাতের পূর্বাভাস করা হয়েছে।
পশ্চিম জাপানে আঘাত হেনে উত্তরের দিকে এগিয়ে চলা ক্রোসা’র প্রভাবে জাপানের ব্যাপক এলাকা জুড়ে প্রবল বর্ষণে ফুলেফেঁপে উঠছে বহু নদীর জল।
এই ঝড়ে দু’জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৪৯জন। গিফু শহরের নাগারা নদীতে পর্যটনে ব্যবহৃত ২০ জন যাত্রী বহন করার মত চারটি প্রমোদতরী ক্ষতিগ্রস্ত হয় এবং ভেসে চলে যায়।
এরপর শুক্রবারের সব পর্যটন ট্যুর স্থগিত করা হয়। উজানে প্রবল বৃষ্টিতে এই নদীর জল উপচে পড়ছে।
জাপানে এখন গ্রীষ্মকালীন ছুটির মরশুমের চূড়ান্ত পর্যায়ে বহু লোক ভ্রমণে বেরিয়েছেন। এই ঝড় আঘাত হানার ফলে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে পরিবহণ পরিষেবা।
শুক্রবার বিভিন্ন বিমান কম্পানি অভ্যন্তরীণ রুটে প্রায় ৫০টি ফ্লাইট বাতিল ক’রে দেয়। জনৈক যাত্রী বলেন, “এমন সাঙ্ঘতিক বাতাস যে আমার ভয় হচ্ছিল বিমান ঠিক মত অবতরণ করতে পারবে কি না। নিরাপদে ফিরে আসতে পেরে আমি স্বস্তি বোধ করছি”।
হোক্কাইদোতে শনিবার দুপুরের পর চব্বিশ ঘন্টায় দু’শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস করা হয়েছে, আর তোহোকু অঞ্চলে পূর্বাভাস রয়েছে দেড়শো মিলিমিটার বৃষ্টিপাতের।