কাশ্মীরে ভারতের গৃহীত পদক্ষেপের বিরোধিতায় জাপান প্রবাসী পাকিস্তানীদের সমাবেশ
ভারত শাসিত কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ভারত বাতিল ক’রে দেওয়ার পর এই সিদ্ধান্তের বিরোধিতায় জাপানে প্রায় ৭০ জন প্রবাসী পাকিস্তানী প্রতিবাদ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার টোকিওস্থ পাকিস্তানী দূতাবাসে তারা সমবেত হন। ভারত গতসপ্তাহে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা প্রত্যাহার ক’রে নেয়।
প্রতিবাদকারীরা বলেন ভারত এই পদক্ষেপ নেওয়ার পরে রাজ্যটিতে কারফিউ জারি করা হয়েছে যার ফলে মুসলিম ধর্মাবলম্বী ব্যক্তিদের মসজিদে গিয়ে প্রার্থনা করা সম্ভব হচ্ছে না।
একজন প্রতিবাদকারী বলেন, ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন ক’রে দেওয়ার ফলে তিনি ভারত শাসিত কাশ্মীরে তার আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
আরেক প্রতিবাদকারী এই বলে দাবি করেন যে ভারতীয় কর্তৃপক্ষ নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংস আচরণ করছে।
প্রতিবাদকারীরা বলেন তার চান আন্তর্জাতিক সম্প্রদায় এই সমস্যাটি সমাধানে এগিয়ে আসুক।
জাপানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ বলেন যে তিনি চান কাশ্মীরে কী ঘটছে জাপানের মানুষ সে সম্বন্ধে অবগত হন।
তিনি বলেন কাশ্মীরে জনগণের অধিকার হরণে ভারতকে বাধা দিতে হবেই।