৮০০ পয়েন্ট মূল্য হারিয়েছে ডাও জোন্স শেয়ার সূচক

শেয়ার ব্যবসায়ীরা সরকারি বণ্ডের সুদের হারকে মন্দার নতুন এক চিহ্ন হিসেবে ব্যাখ্যা করায় নিউ ইয়র্কে গতকাল শেয়ারের মূল্যে ধ্বস নামে।

ডাও জোন্স শিল্প সূচক ২৫,৪৭৯ পয়েন্টে দিন শেষ করেছে। এই মূল্য হচ্ছে আগের দিনের চাইতে ৮০০ পয়েন্ট কিংবা ৩ শতাংশের বেশি কম। চলতি বছরে এটা ওয়াল স্ট্রিটে সবচেয়ে বড় দরপতন।

দীর্ঘ মেয়াদী সরকারি বণ্ডের থেকে পাওয়া লাভের পরিমাণ হ্রাস পেয়ে স্বল্প মেয়াদী সরকারি বণ্ডের চাইতে সামান্য নিচে অবস্থান করায় এরকম ঘটে।

বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার সাম্প্রতিক বাণিজ্য সংঘাত এবং হংকংয়ের অস্থিতিশীল পরিস্থিতির মত উপাদানের কারণে বণ্ডের বাজারের দিকে তহবিল ধাবিত হচ্ছে।