জাপানের নিইগাতা ও ইয়ামাগাতা’য় দিনেরবেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে
মারাত্মক এক মৌসুমী ঝড়ের বয়ে আনা উষ্ণ বায়ু জাপান সাগরের দিকে মুখ করে থাকা এলাকায় এক তাপ বলয় বয়ে এনেছে। বিশেষ করে হোকুরিকো অঞ্চল ও উত্তর-পূর্ব জাপানে উচ্চ তাপমাত্রা বিরাজ করছে।
নিইগাতা জেলার তাইনাই শহরে, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, তেরাদোমারি এলাকার নাগাওকা শহরে তাপমাত্রা উঠে যায় ৪০.৬ ডিগ্রী সেলসিয়াসে। সানজো শহরে সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
ইয়ামাগাতা জেলায়, নেযুগাসেকি এলাকার ৎসুরুওকা শহরে তাপমাত্রা উঠে যায় ৪০.৪ ডিগ্রী সেলসিয়াসে এবং ইশিকাওয়া জেলার শিকা শহরের তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া এজেন্সি জানাচ্ছে, মারাত্মক এক মৌসুমী ঝড় ক্রোসা থেকে আসা উষ্ণ বায়ু দেশকে দু’ভাগ করা পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাহাড়ের মাঝখান দিয়ে বহমান বাতাসের সৃষ্টি করছে যা শেষ পর্যন্ত জাপান সাগরের দিকে বয়ে যাচ্ছে।