দক্ষিণ কোরিয়ার বিশেষ সুবিধাভোগী দেশের তালিকা থেকে জাপানের নাম প্রত্যাহার
দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে, তারা অগ্রাধিকারমূলক রপ্তানি প্রক্রিয়ার সুবিধাভোগী দেশের তালিকা থেকে জাপানের নাম প্রত্যাহার করার পরিকল্পনা করেছে।
দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী সুং ইউন-মো সোমবার বলেন, মন্ত্রণালয় জাপানকে একটি নতুন অবস্থানে রাখবে যাদের জন্য আরও কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ প্রযোজ্য হবে।
এই পরিকল্পনার অধীনে, জাপানের নাম স’উলের আস্থাভাজন বাণিজ্য অংশীদারের ২৯টি দেশের তালিকা থেকে বাদ দেয়া হবে।
বিভিন্ন কোম্পানিকে জাপানে পণ্য চালানের জন্য আরও বেশি দলিলাদি পেশ করতে হবে এবং পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়ার সময় দীর্ঘায়িত হবে বলে ধারণা করা হচ্ছে।
সুং বলেন, তা্দের একটি রপ্তানি নিয়ন্ত্রণ কাঠামোর সূচনা করা দরকার, কেননা প্রায়ই রপ্তানি নিয়ন্ত্রণের মৌলিক নিয়ম-কানুন লঙ্ঘন করা এবং অনুপযুক্ত ব্যবস্থা পরিচালনা করা একটি দেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা কঠিন।
সুং এও বলেন, আগামী ২০ দিন ধরে সাধারণ জনগণের মতামত সংগ্রহ করার পরে সেপ্টেম্বর মাসে মন্ত্রণালয়ের এই নতুন শ্রেণীবিভাগ চালু করার কথা।
সুং আরও বলেন, জনগণের মতামত সংগ্রহের পাশাপাশি টোকিও যদি অনুরোধ জানায় তাহলে, স’উল আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।
আগস্টের ২ তারিখে জাপান সরকার সহজ রপ্তানি নিয়ন্ত্রণ প্রক্রিয়াভুক্ত দেশের তালিকা থেকে দক্ষিণ কোরিয়ার নাম প্রত্যাহার করে নেয়ার পরিকল্পনা অনুমোদন করে।
একইদিনে স’উল ঘোষণা করে, তারা তাদের নিজস্ব আস্থাভাজন বাণিজ্য অংশীদারদের তালিকা থেকে জাপানের নামও বাদ দিয়ে দেবে।