২০২০ অলিম্পিক গেমসের উন্মুক্ত পানিতে সাঁতার ইভেন্টের এক পরীক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০২০ টোকিও অলিম্পিক গেমসের আয়োজক কমিটি পানির তাপমাত্রা, গুণাগুণ এবং সাধারণ পরিচালনা বিষয়গুলো নিশ্চিত করার জন্য উন্মুক্ত পানিতে সাঁতার ইভেন্টের এক পরীক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করেছে।

রোববার টোকিওর উপকূলীয় এলাকার ওদাইবা ম্যারিন পার্কে আয়োজিত অলিম্পিক প্রতিযোগিতার অর্ধেক দূরত্ব ৫ কিলোমিটারের এক কোর্সে সারা বিশ্ব থেকে ৩৪ জন পুরুষ ও নারী সাঁতারু অংশ নেন।

এই ইভেন্টের পুরুষ ও নারী উভয় প্রতিযোগিতাই সকাল ৭টার দিকে শুরু হয়। পুরুষদের প্রতিযোগিতা সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল, তবে পানির তাপমাত্রা আন্তর্জাতিক সাঁতার সমিতি নির্ধারিত সর্বোচ্চ সীমা ৩১ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাওয়ার এক সম্ভাবনা থেকে খেলাটির সময় এগিয়ে নেয়া হয়।

কমিটির কর্মকর্তারা বলছেন, এই প্রতিযোগিতার জন্য পানির তাপমাত্রা নির্ধারণের মানদণ্ড হচ্ছে, খেলা শুরুর ২ ঘণ্টা আগে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া। তারা বলেন, এবারের খেলায় রোববার পানির তাপমাত্রা ইতোমধ্যেই ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল, তাই তারা অলিম্পিক প্রতিযোগিতার ক্ষেত্রে উভয় সাঁতারের খেলার সময় সকাল ৭টার আগে এগিয়ে আনার কথা বিবেচনা করবেন।