আসামা পর্বতে অগ্ন্যুৎপাতের পর সতর্কতা বজায় রাখার আহ্বান
মধ্য জাপানের আসামা পর্বতে গতরাতের হালকা অগ্ন্যুৎপাতের পর পর্বত থেকে দূরে থাকার আহ্বান লোকজনের প্রতি জানানো হচ্ছে।
নাগানো ও গুন্মা জেলার মাঝ বরাবর অবস্থিত সেই পাহাড়ে রাত দশটার অল্প পরের অগ্ন্যুৎপাতের পর আবহাওয়া এজেন্সি ৫ মাত্রার সতর্কতা স্কেলে আগ্নেয়গিরির সতর্কতা মাত্রা এক থেকে তিনে উন্নীত করে নিয়েছে। এর পর থেকে নতুন আর কোন অগ্ন্যুৎপাত দেখা যায়নি।
এজেন্সির কর্মকর্তারা বলেছেন জ্বালামুখ থেকে বের হয়ে আসা ধুঁয়া পাহাড়ের ১,৮০০ মিটার উচ্চতায় উঠে যায় এবং বড় আকারের পাথর জ্বালামুখ থেকে ২০০ মিটার পর্যন্ত দূরে উড়ে যায়।
গতকাল রাতের অগ্ন্যুৎপাত জ্বালামুখের নিচে আগ্নেয়গিরি-জনিত কম্পনের সংখ্যা হ্রাস পাওয়ার মুখে ঘটে। গত মাসে দিনে ৫০টির মত কম্পনের তুলনায় চলতি মাসে প্রতিদিন প্রায় দশটি করে কম্পন লক্ষ্য করা গেছে।
এজেন্সির কর্মকর্তারা বলছেন অগ্ন্যুৎপাতের পর থেকে আগ্নেয়গিরির কম্পনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ সকাল দশটা পর্যন্ত ২৫টি কম্পন লক্ষ্য করা যায়। তবে কর্মকর্তারা বলছেন নতুন ম্যাগমা তৈরি হওয়ার আভাস দেয়া উপরিভাগের কোনরকম চলাচল লক্ষ্য করা যায়নি।