জাপান জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত

জাপানের কান্তো অঞ্চলের কিছু অংশে তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রী সেলসিয়াস ওঠার মধ্যে দিয়ে আজ জাপানের বেশিরভাগ অংশেই পারদ বেশ উঁচু অবস্থানে ছিল।
এই অঞ্চলের অনেক স্থানেই আবহাওয়া চলতি বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল।

গুনমা জেলার মায়েবাশি এবং ইসেসাকি শহরে তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রী এবং তোচিগি জেলার সানো শহরে ৩৮.৭ ডিগ্রী পর্যন্ত ওঠে।
আগামীকাল আরও গরম আবহাওয়ার পূর্বাভাষ দেয়া হয়েছে।

জাপানের আবহাওয়া এজেন্সি বলছে, গতকাল পর্যন্ত গত দু’সপ্তাহে দিনের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল দেশজুড়ে যে কোন বছরের গড় তাপমাত্রা হতে ১.৫ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস বেশি।