গত সপ্তাহে জাপান জুড়ে ১৮ হাজারেরও বেশি ব্যক্তি হিটস্ট্রোকে আক্রান্ত
জাপানের অগ্নি এবং দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির কর্মকর্তারা বলছেন, গত রবিবার শেষ হওয়া সপ্তাহটিতে অতি উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকার কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ায় দেশজুড়ে ১৮ হাজারেরও বেশি ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।
এজেন্সি জানাচ্ছে যে গতমাসের ২৯ তারিখ থেকে চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত ১৮ হাজার ৩শ ৪৭ ব্যক্তি হিটস্ট্রোকে আক্রান্ত হন। এটি এর পূর্ববর্তী সপ্তাহের তুলনায় তিনগুণেরও বেশি। আক্রান্তদের মধ্যে প্রায় ১০ হাজার ব্যক্তির বয়স ৬৫ বা তার চাইতে বেশি।
এজেন্সি কর্মকর্তারা বলছেন, আক্রান্তদের মধ্যে ৫৭ জনের মৃত্যু ঘটেছে এবং ৭শ ২৯ জন মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ায় দীর্ঘসময় ধরে তাদের হাসপাতালে অবস্থানের প্রয়োজন হয়।
কর্মকর্তারা আরও বলছেন যে টোকিও’তে ১ হাজার ৮শ ৫৭ জন, মধ্য জাপানের আইচি জেলায় ১ হাজার ৩শ ৪২ জন এবং পশ্চিম জাপানের ওসাকা জেলায় মোট ১ হাজার ২শ ১০ জন অসুস্থ হয়ে পড়েন।
উল্লেখ্য, গত সপ্তাহে জাপানের অনেক অংশে তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যায়।